ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ছাত্রলীগকে ভূমিকা নিতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ছাত্রলীগকে ভূমিকা নিতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। বিশেষ করে ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধু ছিলেন একজন সাহসী নেতা, তিনি জাতিকে ঐক্যবদ্ধ ও নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন।

শনিবার (১৭ মার্চ) রাত ৮টায় সরকারি বিএল কলেজ ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান।

পরে তিনি বিএল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বিএল কলেজ ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী।

এতে সভাপতিত্ব করেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কেএম আলমগীর হোসেন, কলেজের ছাত্র সংসদের ভারপ্রাপ্ত সম্পাদক সহযোগী অধ্যাপক তবিবার রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক সামছুর রহমান প্রমুখ।

এর আগে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীর কেক কাটেন ও বিএল কলেজের বঙ্গবন্ধু ফটো গ্যালালির উদ্বোধন করেন।

সকালে কলেজের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।