ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
কালীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১ কালীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাতপরিচয় (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরো ১৭ যাত্রী আহত হয়েছেন। 

শনিবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

 

আহতরা হলেন- এনটিআরসি বোর্ডের সহকারী পরিচালক ভালাইপুর গ্রামের উম্মে হাবিবা, কালীগঞ্জের শফি, চন্দ্রজামি গ্রামের মরিয়ম রহমান, সেনাবাহিনীর ল্যান্স করপোরাল শাহিদুর রহমান, জীবননগরের শ্যাকুড় গ্রামের বৃদ্ধ নিজাম উদ্দীন, ঈশ্বরবা গ্রামে ইদ্রিস আলী, কাশিপুর গ্রামের রিপন, দোড়া গ্রামের তন্মিমনি, জীবননগরের জান্নাতুল, শিবননগর গ্রামের সাইদুর রহমান ও শিশুসহ কমপক্ষে ১৭ জন।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দর্শনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad