ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বিজিবি-বিজিপি বৈঠক/ছবি: সংগৃহীত

কক্সবাজার: পূর্বের ন্যায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে একমত পোষণ করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১ টা থেকে পৌনে ১টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কমান্ডার পর্যায়ের এক সৌজন্য বৈঠকে এ একমত পোষণ করে দু’দেশের সীমান্তরক্ষীরা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিজিবি বিওপি সীমান্ত পিলারের-৩১/২ বিপরীতে বিজিপির তুমব্রু লেফট ক্যাম্পে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান এবং মিয়ানমারের নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটি বর্ডার গার্ড পুলিশের ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাও জাওয়ার লিংক। বৈঠক শেষে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।