ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে পানিতে ডুবে শান্ত (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) বিকেলে পৌর এলাকার নলগোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত ফরিদপুরের গোয়ালন্দ এলাকার সেলিম মিয়ার ছেলে।

সে তার মায়ের সঙ্গে পৌরসভার নলগোড়া এলাকায় নানা মোতালেব কাজীর বাড়িতে বেড়াতে এসেছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু শান্ত খেলতে থাকে। হঠাৎ করেই দুপুর দেড়টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন আশপাশের বাড়িসহ বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরেও খোঁজাখুজি করে তারা। প্রায় তিন ঘণ্টা পর পুকুর থেকে শান্তর মরদেহ উদ্ধার করে স্বজনেরা। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. জাফর মিয়া জানান, শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।