ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালিয়াজুরীতে ভাতার টাকাসহ ৩ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
খালিয়াজুরীতে ভাতার টাকাসহ ৩ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার গ্রেফতার তিনজন

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ১৩ লাখ ৫৬ হাজার টাকাসহ সরকারি ৩ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- খালিয়াজুরী সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মামুন উদ্দিন, কারিগরি প্রশিক্ষক শহিদুল ইসলাম ও সোনালী ব্যাংকের সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ্ আল মামুন বাবু বাংলানিউজকে বলেন, ওই কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে ভাতা আত্মসাতের ১৩ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে নগদ টাকা ৮ লাখ ৭ হাজার ও ৫ লাখ ৩৬ হাজার টাকার ব্যাংকের চেক।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ করছিলো স্থানীয়রা। এবার জড়িত প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয়ভাবে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।