ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে লেগুনাচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
সুনামগঞ্জে লেগুনাচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ার গাঁও এলাকায় লেগুনাচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক ‍আরোহী।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শাল্লা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতাল্লেব (৪০) ও শহরের নবীনগর এলাকার বাসিন্দা একই অফিসের কর্মকর্তা সেলিম আহমেদ।

গুরুতর আহত একই অফিসের আমির হোসেনকে (৩০) প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একে এম জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, একই অফিসের তিনজন মোটরসাইকেলে করে লক্ষণশ্রী ইউনিয়নের জুনিগাঁও থেকে শহরের দিকে আসছিলেন। পথে সুনামগঞ্জ-সিলেট সড়কে একটি লেগুনা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

এ ঘটনার পর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে আমরা সেটি কমিয়ে যান চলাচলের উপযোগী করছি। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আসছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠ‍ানো হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।