ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণ, ১২৩  যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
বিনা টিকিটে রেল ভ্রমণ, ১২৩  যাত্রীর জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১২৩ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট বুড়িমারী রেলওয়ে রুটের বিভিন্নস্থানে দুইটি ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট বুড়িমারী রেলওয়ে রুটের বিভিন্ন স্টেশনে কমিউটার ৬৫ ও ৬৬ নং ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১২৩ জন যাত্রীর কাছ থেকে ১২ হাজার ৬৪০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এ অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।