ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফের খুললো আইজিসিসির গ্রন্থাগার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
ফের খুললো আইজিসিসির গ্রন্থাগার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র

ঢাকা:  রাজধানীর ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) ভারতীয় হাইকমিশনের গ্রন্থাগার সবার জন্য ফের উন্মুক্ত করা হয়েছে।

বুধবার (১৪ মার্চ) ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানায়।

এতে বলা হয়, গ্রন্থাগারটিতে ইতিহাস ও সাহিত্য, শিশুসাহিত্য, কল্পকাহিনী এবং বিভিন্ন বিষয়ে সবার পাঠোপযোগী বইয়ের ভাণ্ডার রয়েছে।

ইংরেজি ছাড়াও গ্রন্থাগারে রয়েছে হিন্দি ও বাংলা বইয়ের বিশাল সংগ্রহ। বিশ্বকোষ, অভিধান, পাঠ্যবই ও হ্যান্ডবুকের মতো রেফারেন্স বইও পাওয়া যাবে এখানে। মহাত্মা গান্ধী থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিখ্যাত ভারতীয় ব্যক্তি সম্পর্কেও অনেক বই রয়েছে গ্রন্থাগারে। ভারতের বিভিন্ন সাময়িকীর সর্বশেষ সংস্করণও গ্রন্থাগারে পাওয়া যাবে।  

প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্রন্থাগার সবার জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
পিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।