ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চকরিয়ায় লরির ধাক্কায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
চকরিয়ায় লরির ধাক্কায় শিশু নিহত

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় লরির দাক্কায় নুর মোহাম্মদ তাকবীর (৩) নামে  এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় চকরিয়া থানার সামনে ওই ঘটনা ঘটে।

নিহত শিশু ডুলহাজারা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক  সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ও  চকরিয়ার ভেওলা জিএম ইনস্টিটিউটের শিক্ষিকা কাওসার জান্নাতের ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, ইজিবাইক যোগে কাওসার জান্নাত  তার ছেলে তাকবীরকে নিয়ে আরেক ছেলেকে স্কুল থেকে নেওয়ার জন্য আসছিল। পথে তাকবীর ইজিবাইক থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি লরি শিশুটিকে চাপা দেয়।   এতে ঘটনাস্থলেই তাকবীরের মৃত্যু হয়। ওই সময় উত্তেজিত জনতা লরি চালককে আটক করে পুলিশে সোপার্দ করে। নিহতের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আটকের নাম ঠিকানা জানাতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।