ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন নুরুল হক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন নুরুল হক

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক উপসচিব এজেডএম নুরুল হক।

সিসিকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবকে রংপরের জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে বদলীর পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন নুরুল হক।

বুধবার (১৪ মার্চ) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মঙ্গলবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেট সিসিক প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়। নুরুল হক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের ছেলে।

সিসিকের নতুন প্রধান নির্বাহী এজেডএম নুরুল হক সিলেট বিভাগের সখীপুর, কুলাঊড়া ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিলেটের এডিসি শিক্ষা, এডিসি জেনারেল, এডিএম, সিলেট চেম্বারের প্রশাসক, সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।