[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৩ আশ্বিন ১৪২৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮
bangla news

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-১৩ ১:১২:৪৩ পিএম
ম্যাপ

ম্যাপ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন- ফেরদৌস আলম (৪০) ও জয়নাল আবেদিন (৫০)। 

মঙ্গলবার (১৩ মার্চ) রাতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপজেলার বৈলর এলাকায় এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বাংলানিউজকে জানান, ঢাকাগামী একটি মাইক্রোবাস পেছন থেকে একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের ৪ যাত্রী আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 
 
পরে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাতে দুইজনের মৃত্যু হয় বলে জানান তিনি। 

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮ 
এমএএএম/এমএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa