[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪২৫, ১৪ জুন ২০১৮

bangla news

ভোলায় ৭ ঘণ্টায় ঝড়ে গেল ৪ প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-১৩ ৯:৩২:৫৪ পিএম
ভোলা

ভোলা

ভোলা: ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দৌলতখানের বাংলাবাজারে দুইজন অটোরিকশা যাত্রী, ভোলা সদর উপজেলায় মোটরসাইকেলের এক আরোহী এবং বোরহানউদ্দিনে একটি শিশু রয়েছে।

সূত্র জানিয়েছে, ভোলার দৌলতখানের বাংলাবাজারে ট্রাকের ধাক্কায়  অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

এরা হলেন- দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের সেলিমের ছেলে সোহাগ (১৯) ও ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আলমগীরের ছেলে রাজ্জাক (২০)।

এদিকে বিকেল ৫টার দিকে ভোলা সদরের হাজিরহাট নামক এলাকায় ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়।
অপরদিকে সন্ধ্যার পর বোরহানউদ্দিনে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় নিহত হয় তানিয়া নামে একটি শিশু। উপজেলার বৈদ্দেরপুল নামক এলাকায় অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া আদর্শ গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে।

স্ব স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa