ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আর ডাক্তার দেখানো হলো না নজরুল-আকতারার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আর ডাক্তার দেখানো হলো না নজরুল-আকতারার

চাঁপাইনবাবগঞ্জ: আর ডাক্তার দেখানো হলো না চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামের নজরুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী আকতারা বেগমের (৬০)।

সোমবার (১২ মার্চ) ইউএস বাংলার বিধ্বস্ত প্লেনের যাত্রী ছিলেন তারা। চিকিৎসার উদ্দেশে তারা ওই প্লেনে করে নেপাল যাচ্ছিলেন।

স্থানীয় স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নজরুল অবসরপ্রাপ্ত রাজশাহী শিল্প ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী রাজশাহী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক ছিলেন। বর্তমানে তারা রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় বসবাস করছিলেন।

মরদেহ শনাক্তের জন্য নজরুলের শ্যালক ডা. ময়েন নেপাল গেছেন বলে স্বজনরা জানান।

নিহত নজরুলের ভাগ্নে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বোরহান উদ্দীন বাংলানিউজকে জানান, মরদেহ দেশে এলে গ্রামের বাড়িতে দাফনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।