ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

বিধ্বস্ত প্লেনে ছিলেন ৬৯ প্রাপ্ত বয়স্ক, দুই শিশু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, মার্চ ১২, ২০১৮
বিধ্বস্ত প্লেনে ছিলেন ৬৯ প্রাপ্ত বয়স্ক, দুই শিশু ইউএস-বাংলার জিএম (পিআর) কামরুল ইসলাম

ঢাকা: নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলার প্লেনে ৬৭ যাত্রীর মধ্যে প্রাপ্ত বয়স্ক ৬৫ জন, শিশু দুইজন। যাত্রীদের মধ্যে বাংলাদেশি ৩২, নেপালের ৩৩, মালদ্বীপ ও চীনের ১ জন। এছাড়া দু’জন কেবিন ক্রু আর দু’জন পাইলট ছিলেন। প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন আবির।

ইউএস-বাংলার জিএম (পিআর) কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘটনার তদন্তে ক্যাপ্টেন লুৎফরের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নেপালের পথে রয়েছে।

তারা সবকিছু যাচাই করে আমাদের জানাবেন।

দুর্ঘটনার কারণ উদঘাটনে নেপাল সিভিল এভিয়েশন কাজ করছে। আর ব্ল্যাক বক্স তো রয়েছে। ৩৬ হাজার ফ্লাইট পরিচালনা করেছি আমরা। কোনো ত্রুটি হয়নি।  

ড্যাশ-৮, ৭৮ সিটের উড়োজাহাজটি বেলা সাড়ে ১২টায় ঢাকা ছেড়ে যাওয়ার দেড় ঘণ্টা পর দুর্ঘটনার খবর জানতে পারেন বলে ইউএস-বাংলা প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ সাংবাদিকদের জানান।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।