ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীগঞ্জে বৈদ্যুতিক খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
নবীগঞ্জে বৈদ্যুতিক খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে এরশাদ মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এরশাদ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সিলমানপাড়া গ্রামের আজহার মিয়ার ছেলে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, এরশাদ মিয়া দীর্ঘদিন ধরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটি সরবরাহ ও বসানোর কাজ করতেন। সোমবার উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ঠেলাগাড়ীতে করে বৈদ্যুতিক খুঁটি নিয়ে যাচ্ছিলেন এরশাদ। পথে হঠাৎ ঠেলাগাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় এরশাদ খুঁটির নিচে চাপা পড়ে। তার সঙ্গে থাকা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।