ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনাকে ফোন বিপ্লবের, সহযোগিতা কামনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
শেখ হাসিনাকে ফোন বিপ্লবের, সহযোগিতা কামনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

ঢাকা: ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শপথ নেওয়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন।

শুক্রবার (৯ মার্চ) সকালে ফোন করে ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন তিনি।  

প্রধানমন্ত্রীও তাকে সহযোগিতার আশ্বাস দেন।

পাশাপাশি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণের সহযোগিতার কথা স্মরণ করেন।

বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দুপুরে শপথ নেন বিজেপি থেকে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত বিপ্লব কুমার দেব।  

রাজ্যের রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ কেন্দ্রীয় সরকারের প্রভাবশালী মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসকে/এইচএ/

** শপথ নিলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।