[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৭ আষাঢ় ১৪২৫, ২১ জুন ২০১৮

bangla news

বেলকুচিতে পিস্তল, গুলি ও ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৯ ১২:০৮:৪৬ পিএম
প্রতীকী

প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, ম্যাগাজিন ও পাঁচশ’ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার যমুনার চরাঞ্চল চেয়ারম্যান বাজার এলাকার একটি ইলেকট্রিক পণ্যের দোকান থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার নানাপুর চরের মৃত পাষাণ মোল্লার ছেলে আব্দুল্লাহ (৩৪) ও একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে সেরাজুল (৪৫)। 

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম শুক্রবার (৯ মার্চ) সকালে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় আব্দুল্লাহ নামে এক ব্যক্তির দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে তল্লাশি চালিয়ে পাঁচশ’ পিস ইয়াবা ট্যাবলেট, পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আব্দুল্লাহ এবং সেরাজুলকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa