[x]
[x]
ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪২৫, ২৩ জুন ২০১৮

bangla news

মন্ত্রীর মর্যাদায় আবুল হাসানাত আবদুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৮ ৮:০১:২৫ পিএম
আবুল হাসানাত আবদুল্লাহ

আবুল হাসানাত আবদুল্লাহ

ঢাকা: শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত আদেশে বৃহস্পতিবার (০৮ মার্চ) এই পদমর্যাদা দিয়ে আদেশ জারি করা হয়েছে। 

এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত চুক্তি (শান্তিচুক্তি) বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণের জন্য গঠিত চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাতকে এ পদে থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

গত ১৮ জানুয়ারি এ সংক্রান্ত কমিটি পুনর্গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাতকে কমিটির প্রধান করা হয়। 

২০০৯ সালে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মন্ত্রীর মর্যাদায় আহ্বায়ক করে তিন সদস্যের শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটি গঠন করেছিল সরকার।

বাংলাদশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa