[x]
[x]
ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪২৫, ২৩ জুন ২০১৮

bangla news

নবীগঞ্জে বাসচাপায় ছেলে নিহত, মা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৮ ৬:১৩:০১ পিএম
প্রতীকী

প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গোবিন্দ দেবনাথ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার মা ও তাদের পরিবারের একটি শিশু। 

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গোবিন্দ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকছর গ্রামের মৃত গোপাল দেবনাথের ছেলে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, দুপুরে মা ও একটি শিশুকে নিয়ে অটোরিকশায় করে বাংলাবাজার এলাকা পার হচ্ছিলেন গোবিন্দ। এসময় বিপরীত দিক থেকে আসা ইমা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই গোবিন্দ নিহত হন। এতে আহত হন তার মা রিনা রাণী দেবনাথ ও সঙ্গে থাকা একটি শিশু। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa