ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে নিউ পানসি ও হাইওয়ে রেস্টুরেন্টকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
মাধবপুরে নিউ পানসি ও হাইওয়ে রেস্টুরেন্টকে জরিমানা মাধবপুরে নিউ পানসি ও হাইওয়ে রেস্টুরেন্টকে জরিমানা

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে নিউ পানসি ও হাইওয়ে ইন লি. রেস্টুরেন্টে অপরিষ্কার ও স্বাস্থ্যহানিকর পন্থায় খাদ্য প্রক্রিয়াজাত করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (০৮ মার্চ) বিকেলে অধিদফতরের হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল মাসুদ এ অর্থদণ্ড দেন।

তিনি বাংলানিউজকে বলেন, মহাসড়কের দুই রেস্টুরেন্টকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির ওপর প্রচারণাও করা হয় এ অভিযানে, উল্লেখ করেন আমিরুল মাসুদ।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।