ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু কাশিমপুর কারাগার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ বন্দি শহিদুল ইসলাম (৪৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

কাশিমপুর কারাগার-১ সূত্রে জানা গেছে, কারাগারে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে শহিদুল ইসলাম।

পরে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে রাত সোয়া ৮টার দিকে ওই হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। শহিদুল ইসলামের হাজতির নং ১৭৪৮/১৬।  

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুভাশীষ জানান, কাশিমপুর কারাগার-১ এর হাজতি শহিদুল ইসলামকে রাত সোয়া ৮টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বাবার নাম মৃত ইদ্রিস আলী।  

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮।
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।