ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সোনার বাংলা গড়তে হলে আলোকিত মানুষ হতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সোনার বাংলা গড়তে হলে আলোকিত মানুষ হতে হবে বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সোনার বাংলা গড়তে হলে আলোকিত মানুষ হতে হবে। শুধু পুথিগত বিদ্যা শিখে বড় বড় ডিগ্রি নিলেই আলোকিত মানুষ হওয়া যায় না।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর আব্দুল্লা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, যন্ত্রের মত আমাদের শিশুদের মানুষ তৈরি করে কোনো লাভ নেই।

আলোকিত মানুষ হতে হলে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সাংস্কৃতি, কবিতা, সংগীত, নাটকসহ সকল বিষয়ে জ্ঞান অর্জন করলেই আলোকিত মানুষ হওয়া যায়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বুদ্ধিজীবী একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আলী যাকের। স্কুল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জাহিদ হোসেন শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- এবাদুল করিম বুলবুল, এমএ হালিম, কাজী মোর্শেদ হোসেন কামাল, সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।