ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২২ জেলায় নতুন ডিসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
২২ জেলায় নতুন ডিসি

ঢাকা: ভোটের আগে রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সহ ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২৫ ফেব্রুয়ারি) উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের আদেশ জারি করেছে।
 
ময়মনসিংহ, যশোর, রংপুর, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, নেত্রকোনা, সাতক্ষীরা, শরীয়তপুর, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট, ঠাকুরগাঁও, রাঙামাটি, কক্সবাজার, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, নরসিংদী, হবিগঞ্জ ও রাজশাহীতে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন বলে আদেশে বলা হয়েছে।

এদের মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে।
 
কুড়িগ্রামের ডিসি আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে ঢাকা, নরসিংদীর ডিসি ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহ, ঠাকুরগাঁওয়ের ডিসি মো. আবদ্দুল আওয়ালকে যশোরে বদলি করেছে।
 
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংযুক্ত উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেনকে চট্টগ্রাম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবকে রংপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নুমেরী জামানকে সিলেট, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এসএম আব্দুল কাদেরকে রাজশাহীর ডিসি করেছে সরকার।
 
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মো. মাজেদুর রহমান খানকে চাঁদপুর, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবুল ফজল মীরকে কুমিল্লা, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আসলাম হোসেনকে বান্দরবান, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব মঈন-উল ইসলামকে নেত্রকোনা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মোহাম্মদ ইফতেখার হোসেনকে সাতক্ষীরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবু তাহেরকে শরীয়তপুর, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরকে দিনাজপুরের ডিসি নিয়োগ করা হয়েছে।
 
বস্ত্র ও পাটমন্ত্রীর একান্ত সচিব মো. আখতারুজ্জামানকে ঠাকুরগাঁও, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা একেএম মামুনুর রশিদকে রাঙামাটি, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনকে কক্সবাজার, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপসচিব সরোজ কুমার নাথকে ঝিনাইদহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ মাসুদ ছিদ্দিককে ভোলায় ডিসি করে পাঠানো হয়েছে।
 
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক সুলতানা পারভীনকে কুড়িগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব সৈয়দা ফাহানা কাউনাইনকে নরসিংদী, বিদ্যুৎ বিভাগের উপসচিব মাহমুদুল কবীর মুরাদকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে।
 
শরীয়তপুরের ডিসি মো. মাহমুদুল হোসাইন খানকে বিআরডিবির পরিচালক, কুমিল্লার ডিসি মো. জাহাঙ্গীর আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।
 
রংপুরের ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক, যশোরের ডিসি মো. আশরাফ উদ্দিনকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সিলেটের ডিসি মো. রাহাত আনোয়ারকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বান্দরবানের ডিসি দিলীপ কুমার বণিককে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক এবং চাঁদপুরের ডিসি মো. আব্দুস সবুর মন্ডলকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক করেছে সরকার।
 
কক্সবাজারের ডিসি মো. আলী হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব এবং সাতক্ষীরার ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।
 
ঢাকার ডিসি মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, নেত্রকোনার ডিসি মো. মুশফিকুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব করা হয়েছে।
 
ময়মনসিংহের ডিসি মো. খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব, ভোলার ডিসি মোহা. সেলিম উদ্দিনকে ওএসপি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্তি এবং চট্টগ্রামের ডিসি মো. জিল্লুর রহমান চৌধুরীকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব করেছে সরকার।

জেলা প্রশাসক নিয়োগ

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮/আপডেট: ১৮১২ ঘণ্টা
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad