ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্রেতা সেজে বন্দুকসহ ২ ব্যবসায়ীকে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
ক্রেতা সেজে বন্দুকসহ ২ ব্যবসায়ীকে আটক অস্ত্র-গুলিসহ আটক ব্যবসায়ীরা

সাতক্ষীরা: সাতক্ষীরায় ক্রেতা সেজে একটি দো’নলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের নারকেলতলা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খুলনার দৌলতপুর থানার পাবলা এলাকার আবুল কাসেম সরদারের ছেলে নুরুল ইসলাম ও একই এলাকার আজমীর শেখের ছেলে আকবার শেখ।

র‌্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদ বাংলানিউজকে জানান, ক্রেতার ছদ্মবেশে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে এক লাখ টাকা দিয়ে বন্দুক কেনার কথাবার্তা ঠিক হয়। কথা মতো দুপুরে সাতক্ষীরা শহরের নারকেলতলা ব্রিজের নিচে অস্ত্র কেনার জন্য হাজির হন তারা। এ সময় সেখানে অস্ত্র ব্যবসার মূল হোতা নুরুল ইসলামসহ পাঁচজন উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা অস্ত্র ও গুলি বের করা মাত্রই তাদের মধ্যে দু’জনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। বাকী তিনজন পালিয়ে যান।

আটক ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad