ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেই সালমার সন্তানের দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সেই সালমার সন্তানের দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পতি ‘পাগলি‘ সালমার মেয়ের দায়িত্ব বুঝে নেওয়া হচ্ছে

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বালুর মাঠে জন্ম নেওয়া ‘পাগলি’ সালমার (৩৫) সন্তানকে দত্তক নিয়েছেন এক নিঃসন্তান দম্পতি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সালমার সন্তানকে  শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বুঝে নেন সরকারি কর্মকর্তা ওই নিঃসন্তান দম্পতি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সালমা ও তার সন্তান সম্পূর্ণ সুস্থ থাকায় শনিবার তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

ওই সময়ই নিঃসন্তান দম্পতি শিশুটিকে বুঝে নেয়।

তবে শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে দত্তক নেওয়া পরিবারটির ঠিকানা প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌর এলাকার হাতির বাগান মাঠে বালুর মধ্যে কন্যা সন্তানের জন্ম দেন মানসিক প্রতিবন্ধী সালমা। এসময় মা ও নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয় কয়েক যুবক এগিয়ে গিয়ে সে দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চাঞ্চল্যকর এ খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে সিলেটের এক নিঃসন্তান দম্পতি শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন।

শনিবার রাতে শিবচর উপজেলা প্রশাসনের মাধ্যমে শিশুটিকে ওই নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করা হয়।

শিবচর ইউএনও বলেন, মা ও বাচ্চা সুস্থ থাকায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে দত্তক নেওয়ার বিষয়টি আমি শুনেছি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ভালো বলতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।