ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাহুবলে ৩ মাদ্রাসাছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
বাহুবলে ৩ মাদ্রাসাছাত্র নিখোঁজ

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর সামসুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ রয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষ এ ব্যাপারে বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

নিখোঁজ ছাত্ররা হলো- চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে তানভির আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে জুনাইদ আহমেদ ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের রশিদ মিয়ার ছেলে শরীফ উদ্দিন।

জিডিতে উল্লেক করা হয়, ওই মাদ্রাসার হিফজ বিভাগের তিন ছাত্র শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের জামাতে অংশ নেয়। পরে তাদের আর দেখা যায়নি। রাতেও মাদ্রাসায় আসেনি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তাদের সন্ধান পাওয়া যায়নি। তাদের সন্ধানে মাদ্রাসা কর্তৃপক্ষ বাহুবলসহ বিভিন্নস্থানে মাইকিং করেছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।