ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হালুয়াঘাটে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের বার্ষিক সভা   

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
হালুয়াঘাটে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের বার্ষিক সভা   

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ১২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাকরকান্দি বেতকুড়ি বৈথেল মিশনে গারোদের এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা অনুসারীরা অংশ নেন।

 

পাস্টর কার্নেশ পান্ত্রার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাস্টর মনোজ চাম্বুগং।  

বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা পঙ্কজ মারাক, প্রধান নির্বাহী লিটন ম্রং, আইপিডিএস’র সভাপতি সঞ্জিব দ্রং, জয়রামকুড়া মিশন হাসপাতালের পরিচালক তরুন দারিং প্রমুখ।  

এর আগে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বার্ষিক সভার উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। এ সভা শেষ হবে রোববার (২৫ ফেব্রুয়ারি)।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।