ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জসহ ৩ জেলায় ভাসমান কৃষি পদ্ধতি প্রকল্প উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
গোপালগঞ্জসহ ৩ জেলায় ভাসমান কৃষি পদ্ধতি প্রকল্প উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জসহ তিন জেলায় ভাসমান কৃষি পদ্ধতিতে সমন্বিত খামার গবেষণা ও উন্নয়নের মাধ্যমে কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজদ এ প্রকল্পের উদ্বোধন করেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি গবেষণা ফাউন্ডেশনের পরিচালক ড. ওয়াইজ কবির, কৃষি গবেষণা ফাউন্ডেশনের প্রোগ্রাম বিশেষজ্ঞ শাহাবুদ্দিন আহম্মেদ ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এম এ ওহাব।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম মাহবুবুর রহামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম আক্কাস আলী।

গোপালগঞ্জ, পিরোজপুর ও বাগেরহাট জেলার ৫টি উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।