ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
ঈশ্বরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪ দুর্ঘটনা কবলিত বাস/ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের জয়পুর পেট্রোল পাম্পের দক্ষিণ দিকে চর হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার খাঁর ছেলে বাইসাইকেল আরোহী রতন মিয়া (২৮), বাসের যাত্রী নান্দাইলের বাসিন্দা হাবিব মিয়া (৩৫) ও জামালপুরের বাসিন্দা হাসিনা খাতুন (৭৫)।

অপর এক নারীর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের জয়পুর পেট্রোল পাম্পের দক্ষিণ দিকে চর হোসেনপুর এলাকায় ভৈরবগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের এক নারী যাত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে আহত বাইসাইকেল আরোহী রতনকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গুরতর আহত অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তারা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চারজন মারা গেছেন। নিহত এক নারীর নাম-পরিচয় জানা যায়নি। আহতরা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮/আপডেট: ১২৩৩
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।