ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চালকের ঘুমে প্রাণ গেল যাত্রীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
চালকের ঘুমে প্রাণ গেল যাত্রীর

নেত্রকোনা: নেত্রকোনায় বার্ষিক ওরশ মোবারকে যোগ দিতে এসে চালকের ঘুমে বাস উল্টে শফিকুল ইসলাম (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সিংহের বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফিকুল কুমিল্লা জেলার বাঁশতলী গ্রামের বাসিন্দা।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নেত্রকোনা মডেল থারার উপপরিদর্শক (এসআই) মহসিন মোস্তফা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় নেত্রকোনায় সতরশ্রী এলাকায় রেজভীয়া দরবার শরীফের বার্ষিক ওরশ মোবারকে যোগ দিতে বাসে করে কুমিল্লা থেকে ভক্তরা আসছিলেন। সিংহের বাংলা এলাকায় এলে চালক ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়। এসময় আহত হন আরো ছয়জন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।