ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

লালমনিরহাট: তথ্য প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে লালমনিরহাটে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী। এর আগে, জেলা কালেক্ট্রেট মাঠ থেকে একটি র‌্যালি বের হয়।

জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকার, সিভিল সার্জন ডা.কাসেম আলী, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু প্রমুখ।

মেলায় ৭০টি স্টলে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।