ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ, নারী ও  শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় দেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না।

  
 
আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার বেল্লাল হোসেন ২০১৪ সালের ২৭ মে তার মেয়েকে বাড়ির পাশের একটি খামার বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি মেয়ে তার মায়ের কাছে জানান। পরে স্থানীয় গণ্যমান্য লোকজনকে ঘটনাটি অবহিত করে ১২ জুন মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত করে একই বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ভিকটিমের জবানবন্দি লিপিবদ্ধ করাসহ আটজন স্বাক্ষীর স্বাক্ষগ্রহণ শেষে ওই রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসেকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।