ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে আগুনে পুড়ে গেছে ৭ ঘর, আহত ৬

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
সাভারে আগুনে পুড়ে গেছে ৭ ঘর, আহত ৬

সাভার (ঢাকা): সাভারে একটি টিনসেড শ্রমিক কলোনিতে আগুন লেগে সাতটি ঘর পুড়ে গেছে। এসময় আগুন নিভেতে গিয়ে আহত হয়েছেন ৬ জন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌর এলাকার ডগোরমোড়া মহল্লায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে শ্রমিক কলোনির একটি ঘরে আগুন লাগে।

একে একে বেবী, লাকী, রেবেকা, ফারুক ও ময়নাসহ ৭ জনের ঘরে আগুন ছড়িয়ে যায়। এসময় এলাকাবাসীরা আগুন নিভানোর চেষ্টা করলে ৬ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভায়।

এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন কর্মকর্তা লিটন আহম্মেদ বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।