ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
বড়াইগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নাটোর: নাটোরের বড়াইগ্রামে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সুমি খাতুন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন এ বিয়ে বন্ধ করেন।
 
সুমি উপজেলার আটুয়া গ্রামের হাশেম আলীর মেয়ে এবং আটুয়া এসকে দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সুমিদের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন দেখা যায়। পরে সেখানে উপস্থিত তার বাবা-মাসহ স্বজনদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে এবং সরকারের বর্তমান প্রচলিত আইন সম্পর্কে অবহিত করলে বিষয়টি বুঝতে পারেন। এসময় তিনি মেয়ের বাবা হাশেমের কাছ থেকে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।