ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদি সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
সৌদি সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান  দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

ঢাকা: সৌদি আরব সফর শেষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দেশে ফিরেছেন। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সফরকালে নৌপ্রধান দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল আব্দুর রহমান বিন সালেহ আল বুনিয়ান, রয়েল সৌদি নেভাল ফোর্সের কমান্ডার ভাইস অ্যাডমিরাল ফাহাদ বিন আব্দুল্লাহ আল-গুফাইলি এবং সৌদি নেভাল ফোর্সের ওয়েস্টার্ন ফ্লিটের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।  

সেখানে অবস্থানকালে নৌপ্রধান তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ, মহড়া ইত্যাদি আয়োজনসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। তাছাড়া সেখানে অবস্থানকালে তিনি সৌদি নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও স্থাপনাগুলো পরিদর্শন করেন।  

এ সফর দু’দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ককে আরও জোড়দার করার পাশাপাশি পারস্পরিক নৌ সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা যায়।  

নৌবাহিনী প্রধান গত ১৪ ফেব্রুয়ারি সৌদি আরব সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৮‌১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।