ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তাহিপুর সীমান্তে কয়লা-মদ জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
তাহিপুর সীমান্তে কয়লা-মদ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কয়লা ও অফিসার চয়েস মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিকুর রহিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তাহিপুর উপজেলার লাউরগড় সীমান্ত পিলার ১২০৩/২-এস এর কাছ থেকে ৭১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক মূল ১ লাখ ৬ হাজার ৫শ’ টাকা।

অপরদিকে একই উপজেলার সীমান্ত এলাকা টেকেরঘাট সীমান্ত পিলার ১১৯৭/৬-এস এর কাছ থেকে ১ হাজার ২শ’ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার ৬শ’ টাকা।

এদিকে এর কিছু সময় পর তাহিপুর উপজেলার আরেক সীমান্ত এলাকা বিরেন্দ্রনগর সীমান্ত পিলার ১১৯৪/৬-এস এর কাছ থেকে ১ হাজার ৩শ’ ২০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ হাজার ১৬০ টাকা।

এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ ও কয়লা ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মেজর আশিকুর রহিম।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।