ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাউখালীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
কাউখালীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু 

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল হাকিম হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানা গেছে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধাবড়ী গ্রামে এ ঘটনা ঘটে।  

আব্দুল হাকিম হাওলাদারের ছেলে নজরুল ইসলাম অভিযোগ করেন, ধাবড়ী গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের সঙ্গে প্রতিবেশী আব্দুল কাদের হাওলাদারের জমি নিয়ে বিরোধ ছিল।

সোমবার সকালে জমি মাপার সময় দুই পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় আব্দুল কাদের হাওলাদারের ছেলে মোজাহার লাঠি দিয়ে আব্দুল হাকিমকে আঘাত করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তবে, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad