ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
নাটোরে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি অস্ত্র মামলায় রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাসানুজ্জামান এ আদেশ দেন।

এছাড়া, অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি কাশেম আলীকে (২৫) খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত রাকিবুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া গ্রামের আলা উদ্দিনের ছেলে। খালাসপ্রাপ্ত কাশেম আলী একই গ্রামের মো. জয়নাল হোসেনের ছেলে।

নাটোরের কোর্ট ইন্সপেক্টর (পরিদর্শক) মো. নাসির উদ্দিন মণ্ডল বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ২১ জুলাই বিকেলে উপজেলার আহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার বনফুল হোটেলের সামনে থেকে একটি রিভলবারসহ রাকিবুলকে আটক করে পুলিশ। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি থানার উপ-পরিদর্শক (এসআই) কৃঞ্চ মোহন সরকার তদন্ত শেষে রাকিবুল ইসলাম ও কাশেম আলীর নামে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রাকিবুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপরাধ প্রমাণিত না হওয়ায় কাশেমকে খালাস দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।