ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে হেরোইনসহ বিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ঈশ্বরদীতে হেরোইনসহ বিক্রেতা আটক

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে হিরোইনসহ নাজিম উদ্দিন (২৮) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। নাজিম উদ্দিন ঈশ্বরদী পৌর এলাকার আজিবর রহমানের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে অটোরিকশা চালকের ছদ্মবেশে তিনি মাদক পাচার করে আসছিলেন। এর আগে তিনি ফেনসিডিলের চালান নিয়ে ঢাকায় আটকও হয়েছিলেন। জেল খেটে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে ফের ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল বিক্রি করতে শুরু করেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ রোববার দিনগত গভীররাতে অভিযান চালিয়ে শহরের অরনকোলা এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ৩ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মাদক আইনে মামলা দায়ের করে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হবে। তার বিরুদ্ধে এর আগেও মাদক আইনে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।