ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে মাদকদ্রব্যসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
দিনাজপুরে মাদকদ্রব্যসহ আটক ৩ আটক তিন মাদক বিক্রেতা

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় পৃথক দু’টি অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ সদস্যরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার নিশ্চিন্তপুর ও নবাবগঞ্জ উপজেলার মতিহারা বাজার এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহজাহান সরকার (৫২) ও তার স্ত্রী মোছা. আরিফা বেগম (৪৭) এবং বিরামপুর চাঁদপুর এলাকার মোবারক আলী মন্ডল (৪৬)।

 

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার দুই উপজেলায় পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৩৯ পিস ইয়াবা ও ২২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।  

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।