ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লালপুরে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
লালপুরে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা

নাটোর: নাটোরের লালপুরের কদিমচিলানে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে লালপুর উপজেলা ও বড়াইগ্রাম উপজেলার ১০ জন প্রতিযোগী অংশ নেয়।

প্রতিযোগিতায় সাতইল গ্রামের মিজানুর রহমানের ঘোড়া শ্যামলী প্রথম, গড়মাটি গ্রামের ইমদাদুল হকের ঘোড়া পাগলা রাজা দ্বিতীয় ও একই গ্রামের সিরাজুল ইসলামের ঘোড়া লায়লা তৃতীয় স্থান অর্জন করে।

এসময় উপস্থিত ছিলেন- আয়োজক কমিটির প্রধান ও কদিমচিলান ইউপির চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, রেজাউল করিম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ছাত্রলীগ সভাপতি মোক্তাদুর রহমান বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।