ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দক্ষিণ পূর্ব এশিয়ায় বিক্রি হয়ে যাচ্ছে উবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
দক্ষিণ পূর্ব এশিয়ায় বিক্রি হয়ে যাচ্ছে উবার

ঢাকা: দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসা গুটিয়ে নিচ্ছে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি উবার (Uber)। উবার টেকনোলজি বিক্রি করে দেওয়া হচ্ছে সিঙ্গাপুরভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি গ্র্যাবের (Grab) কাছে।

দক্ষিণ পূর্ব এশিয়ায় উবারের সঙ্গে পাল্লা দিয়েই রাইড শেয়ারিং ব্যবসা করে যাচ্ছে গ্র্যাব।

উবারের শেয়ারের বড় অংশই বিক্রি করে দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি দু’টির দ্বায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো হয়নি। এছাড়া চুক্তির সময়ও নির্ধারিত হয়নি।  

গত নভেম্বরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সফটব্যাংক গ্রুপের কয়েক কোটি ডলার বিনিয়োগের পর উবার অন্য রাইড শেয়ারিং কোম্পানিগুলোর সঙ্গেও যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।  
 
তবে বিষয়টি অস্বীকার করেছে উবার।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad