ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে রেলভ্রমণ, ঈশ্বরদীতে ৩৫০ যাত্রীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
বিনা টিকিটে রেলভ্রমণ, ঈশ্বরদীতে ৩৫০ যাত্রীকে জরিমানা বিনা টিকিটে রেলভ্রমণ, ঈশ্বরদীতে ৩৫০ যাত্রীকে জরিমানা

ঈশ্বরদী: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ঈশ্বরদীতে ছয়টি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে ৩৫০ যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাকশী ও ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এ অভিযান চালানো হয়।  

অভিযানে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩৫০ যাত্রীর কাছ হতে ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এরমধ্যে ভাড়া আদায় ৬০ হাজার ৫০০ টাকা এবং জরিমানা ২৭ হাজার টাকা আদায় করা হয়।

এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার, বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, ঈশ্বরদী জংশন স্টেশন সুপারিন্টেনডেন্ট আব্দুল করিম, ভ্র্যাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, ইয়াসির আরাফাত, বরকতউল্লাহ আল-আমিন, আবু সুফিয়ান, টিকিট পরিদর্শক আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।