ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শায়েস্তাগঞ্জে ২ দিনব্যাপী পিঠা উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
শায়েস্তাগঞ্জে ২ দিনব্যাপী পিঠা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

এসময় আরও উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জহুর চান বিবি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আব্দুল কবির, অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন প্রমুখ।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমজহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষক জালাল উদ্দিন রুমি বাংলানিউজকে জানান, উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীরা ৩০টি পিঠার স্টল নিয়ে বসেছে। স্টলগুলোতে গ্রামীণ ঐতিহ্যবাহী শতাধিক রকমের পিঠা রয়েছে।

তিনি আরো জানান, রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে স্টলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।