ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় ১০ মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
গাইবান্ধায় ১০ মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধায় জিয়াউর রহমান ওরফে জিয়া (৪০) নামে ১০ মাদক মামলার এক আসামিকে ৫২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কচুয়ার খামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।

গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মেহেদী হাসান শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিয়ষটি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জিয়াউর রহমান একজন চিহ্নিত মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে ৫২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরো একটা মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ইতোপূর্বে জিয়াউর রহমানের বিরুদ্ধে ১০টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।