ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সচল হলো বিআর‌টিএ’র ও‌য়েবসাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
সচল হলো বিআর‌টিএ’র ও‌য়েবসাইট হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করে উপরের তথ্যগুলো লিখে রাখে।

ঢাকা: পরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলা‌দেশ রোড ট্রান্স‌পোর্ট অথ‌রি‌টির (বিআর‌টিএ) অফিসিয়াল ও‌য়েবসাইট হ্যাকার কবল থেকে উদ্ধার করা হয়েছে। 

‘জি‌রো গ্রুপ হ্যাকার্স’ না‌মে একটি হ্যাকার গ্রুপের কাছ থেকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওয়েবসাইটটি উদ্ধার করা হয়।  

বিআরটিএ’র সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে জানায়,  বিআরটিএ-এর প্রযুক্তি বিভাগ চেষ্টা চালিয়ে ওয়েবসাইটটি উদ্ধার করেছে।

 

এর আগে বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ১১টায় বিআর‌টিএর ও‌য়েবসাই‌টে ঢুক‌তে গে‌লে দেখা যায়- ‘অ্যাকাউন্ট হ্যাজ বিন সাস‌পে‌ন্ডেন্ট। ’  হ্যাকাররা ও‌য়েবসাই‌টের স্ক্রি‌নে যে তথ্য দি‌চ্ছে তা‌তে তারা নি‌জে‌দের ভারতীয় ব‌লে দা‌বি কর‌ছে।

এ বিষ‌য়ে বিআর‌টিএর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।  

ওয়েবসাইটের মাধ্য‌মে বে‌শিরভাগ কাজ সম্পাদন করে বিআর‌টিএ। সারা‌দে‌শের যানবাহন তথ্য র‌য়ে‌ছে এখানে।
 

আরও পড়ুন>>
** 
হ্যাকার‌দের দখ‌লে বিআর‌টিএ’র ও‌য়েবসাইট

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।