ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কারাগারে সুস্থ আছেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
কারাগারে সুস্থ আছেন খালেদা পুরনো কেন্দ্রীয় কারাগার ও খালেদা জিয়া

ঢাকা: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে সুস্থ আছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আইজি প্রিজন বলেন, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়া ডিভিশনের সকল ধরনের সুবিধা পাচ্ছেন।

তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।

আগামী ৮ মার্চ থেকে বন্দিদের সঙ্গে স্বজনদের মোবাইলে কথা বলার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে জানিয়ে সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, স্বজনদের সঙ্গে কারাবন্দিদের মোবাইলে কথা বলার কার্যক্রম চালুর প্রক্রিয়া চলছিল অনেক দিন ধরেই। অবশেষে আগামী ৮ মার্চ টাঙ্গাইল জেলা কারাগারে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।