ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইং‌রে‌জি সাইন‌বোর্ড উ‌চ্ছেদে ডিএন‌সি‌সির অ‌ভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
ইং‌রে‌জি সাইন‌বোর্ড উ‌চ্ছেদে ডিএন‌সি‌সির অ‌ভিযান ইংরেজি সাইনবোর্ড উচ্ছেদে ডিএন‌সি‌সির অভিযান/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: সংসদ ভব‌নের দ‌ক্ষিণ-প‌শ্চিম ‌দি‌কের আসাদ গেট সড়‌কে ইং‌রে‌জিতে লেখা সব সাইন‌বোর্ড উ‌চ্ছেদে অ‌ভিযান চালা‌চ্ছে ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন (ডিএন‌সি‌সি)। 

বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সা‌ড়ে ১১টায় শুরু হওয়া এ অ‌ভিযা‌নে বেশ কিছু ব্যবসা প্র‌তিষ্ঠা‌নের ইং‌রে‌জি সাইন‌বোর্ড উ‌চ্ছেদ করে জ‌রিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট এস এম অ‌জিউর রহমান এ অভিযান প‌রিচালনা কর‌ছেন।

 

যেসব সাইনবোর্ডে শতভাগ ইংরেজি লেখা সেগুলো উচ্ছেদ করা হচ্ছে।  তবে বাংলার পাশাপাশি যারা ইংরেজি লিখেছেন তাদের সাইনবোর্ড এ অভিযানের আওতামুক্ত থাকছে।

বাংলা‌দেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৫, ২০১৮
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।