ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় বিশ্ব ভালোবাসা দিবসে রক্তদান কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
মাগুরায় বিশ্ব ভালোবাসা দিবসে রক্তদান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিট।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী তারা মাগুরা সরকারি হোসেন শদীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে এ রক্তদান কর্মসূচির আয়োজন করে।

প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুণ্ডু অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- মাগুরা সরকারি হোসেন শহীদ কলেজের অধ্যক্ষ প্রফেসর সাহাজ উদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সাইদুর রহমান।

রক্তদান কর্মসূচির পাশাপাশি আনন্দঘন পরিবেশে বিশ্ব ভালোবাসা দিবসটি পালন উপলক্ষে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে শহীদ মিনার প্রাঙ্গণে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব ভালোবাসা দিবসে এ ধরনের আয়োজন সবার দৃষ্টি কেড়েছে। এ কর্মসূচিতে শতাধিক ছাত্র-ছাত্রী রক্তদান করে।

বিশ্ব ভালোবাসার শ্রেষ্ঠ উপায় হিসেবে সবাইকে রক্তদানে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।