ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

কারাগারে খালেদার পছন্দ মিক্সড সবজি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
কারাগারে খালেদার পছন্দ মিক্সড সবজি পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় আছেন খালেদা জিয়া

ঢাকা: দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খাবারের তালিকায় প্রতিদিন দেওয়া হচ্ছে ভাত, ডাল, সবজি, মাছ-মাংস- সবই। তবে তার বেশি পছন্দ কয়েক পদের শাক-সবজি দিয়ে রান্না মিক্সড সবজি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারা সূত্র বিষয়টি বাংলানিউজকে জানান।

জানা যায়, প্রতিদিন বাজারের পরে খালেদা জিয়ার জন্য রান্না করা হয়।

মাছ খেতে বেশি পছন্দ করেন না। কয়েক পদের শাক-সবজি দিয়ে রান্না মিক্সড সবজি তার বেশি পছন্দ। সবজির মধ্যে গাজরও থাকে।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রায় ঘোষণার পর বকশীবাজারের বিশেষ আদালত থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, খালেদা জিয়া কারাগারে ভালো আছেন।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।